ডেক্স নিউজ
“শোক হোক শক্তি, শেখ হাসিনায় মুক্তি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক ব্যাতিক্রমী আয়োজন করে হাসুমণি’র পাঠশালা।
শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির শেষ দিন (৩১ আগস্ট) বাদ মাগরিব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় শাহবাগের জেমিনি টাওয়ারের ২য় তলায় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ পাঠ পরিচালনা করেন হাসুমণি’র পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি,
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি।
তার আগে ১৫ আগস্ট নিহতদের আত্নার মাগফিরাত এবং শান্তি কামনা করে দোয়া করা হয়।মিলাদ শেষে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
৫৫ টি মোমবাতি দিয়ে লেখা ৪৭ তম শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছরের জীবন পেয়েছিল, তাই ৫৫ টি মোমবাতি দিয়ে ৪৭ লেখা হয়েছে।হাসুমণি’র পাঠশালা পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উপর থিসিস উপস্থাপন করেন পাঠশালার সদস্য আরিফ। কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কে নিয়ে গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পাঠশালার সদস্য, সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, শিল্পী সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
