ঢাকাMonday , 29 August 2022
  • অন্যান্য

শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মৃত্যু।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহ্বাজ মোঃ নুরুজ্জামান আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রজিউন )। মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র,কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার ( ২৮ আগস্ট ) ভোর ৫ ঘটিকায় ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরন করেছেন।পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।
আজ বাদ আসর বেনাপোল বলফিল্ডে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে শষ্যাশায়ী ছিলেন।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ হতেও শোকবার্তা জানিয়েছে। সকলেই মরহুমের বিদেহী আত্তার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি একাধারে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশানের সিনিয়র সহ-সভাপতি, বেনাপোল কেন্দ্রীয় মসজিদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকান্ডে যুক্ত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।