ঢাকাSaturday , 27 August 2022
  • অন্যান্য

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেনাপোলে শ্রমিকলীগের আলোচনাসভা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ বেনাপোল শাখার আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৭ আগস্ট ) দুপুর ৩ ঘটিকায় বেনাপোল বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে যশোর-কোলকাতা মহাসড়কে উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।

“ দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও” এ স্লোগানকে ঘীরে জাতীয় শ্রমিকলীগ বেনাপোল শাখা কর্তৃক আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন শার্শা আসনে বারবার নির্বাচিত ও জনপ্রিয় সংসদসদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলো শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রমিকলীগের বেনাপোল শাখার আহবায়ক রাজু আহম্মেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।