ঢাকাSaturday , 27 August 2022
  • অন্যান্য

নজরুল – এম কে আলম

Link Copied!

 

হে নজরুল তুমি এসেছিলে
বাংলাকে করে আলোকিত,
বাংলার মাঠিকে করেছ তুমি
সাহিত্যে সুভাষিত।

তুমি বাংলার এক শ্রেষ্ঠ ইতিহাস
ইংরেজ শোষকের কাছে ছিলে তুমি
ভয়ংকর যমদূত ত্রাস।
তোমার লেখা বিদ্রোহী কবিতা
করেছিল সব অপশক্তিকে গ্রাস।

“অসত্যের কাছে কভু তুমি
করনি নত শির
ভয়ে কেঁপেছে সকল কা-পুরুষ
লড়েছ তুমি মহাবীর”।

তোমার লেখায় প্রাণ ফিরে পেত
মুক্তিকামীর দল,
একাত্তরে তাই
হায়েনাকে দিল না ঠাঁই
মনে ছিল অগাধ মনোবল।

একহাতে তোমার ছিল ঞ্জান্ডা
অন্য হাতে অগাধ প্রেম
দূলনচাপা তার জ্বলন্ত প্রমাণ।
তুমি ছিলে তুমি আছ কোটি শত
মানুষের প্রাণ,
আজো জাতি পথ খুঁজে পায়
তোমার সৃষ্টিতে ও গানে।

তুমি আমার জাতীয় কবি
বাংলার শ্রেষ্ঠ ফুল,
বিদ্রোহী তুমি, পাঞ্জেরী তুমি
তুমি যে কবি নজরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।