ঢাকাWednesday , 24 August 2022
  • অন্যান্য

লেখক – জে,এম মমিনুর রহমান মিস্টারের হাতে লেখা কবিতা -Analogy

admin
August 24, 2022 1:11 pm
Link Copied!

 

জয়পুরহাট জেলা প্রতিনিধি
তুমি আমার প্রিয় কবিতার ছোট্ট Analogy, তুমিই ছন্দের অন্তর মিল।
তুমি বর্ষার স্রোতের প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল।
তুমি প্রিয়তমা স্নিগ্ধ হাতের অমিল,তুমি কষ্টের নিবীত কান্না ভরা যন্ত্রণার সামিল।
তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোঝ,
তোমার আলতো স্পর্শের চাহনি,আমার বুকে জমে থাকার ক্রোধ।
তুমি আমার ভোর রাএির প্রাথনা তুমি চেনা নদীর ঢেউ,
তুমি সুখের সেই দিনগুলোর শেষে, হারিয়ে যাওয়ার কেউ।
তুমি ভ্রান্তি নও,বাস্তবতার শূন্য থালা,
তোমার কেন আজ বিবেকের বন্ধ তালা।
তুমি সংঘাত আর প্রতি ঘাতের অস্থির রাজ পথ,
তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীল ঘাত।
তুমি চাওয়া না পাওয়ার মাঝে অসম সমীকরন,
তুমি অবুঝ রাগি,আমার হৃদয়ের রক্ত ক্ষরন।
তুমি ত্বারন্য আমার চোখের কোনে বিষন্নতার বাস,
তোমাতেই আমার শেষ নিঃস্বাস।
তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ,
ভালো লাগা ও ভালোবাসার তুমি আমার প্রিয়তমা উপনিঃশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।