মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া থানা শাখার উদ্যোগে, আগৈলঝাড়া আইএবি কার্যালয়ে আলোচনা সভা, সাবেকদের নিয়ে স্মৃতিচারণা, জনগুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০ টায় দলীও কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) আগৈলঝাড়া থানা শাখার সদর জনাব জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাবেকদের নিয়ে স্মৃতিচারণা অনুষ্ঠানে সাবেক সভাপতি: মাওলানা আবদুল রহমান শাহিন ভাট্টি, নাসিরুদ্দিন শাহ, মাওলানা আবদুল্লাহ বিন শহিদ, মাওলানা রেজাউল করিম, এইচ এম জহিরুল ইসলাম ও এইচ এম আবু ইউসুফ প্রমুখদের কথা বিশেষ ভাবে স্বরণ করা হয়। অতপর শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিশেষে দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া থানা শাখা সহ-সভাপতি: মুহা. নাসিরুদ্দিন শাহ, জয়েন্ট সেক্রেটারি: মাওলানা আব্দুল্লাহ বিন শহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া থানা শাখা সাবেক সভাপতি: মাওলানা রেজাউল করিম, এইচ এম জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক: মুহা. জাহিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক: মুহা. মাসুম বিল্লাহ, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মাদ আবদুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: জারিফ ইসলাম মিমজাম, প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মুহাম্মাদ নাইমুল ইসলাম, বাগধা ইউনিয়ন ২ং ওয়ার্ড সভাপতি: মুহা. রাজু হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
