তুহিনুর রহমান তালুকদার ( হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জের নবীগঞ্জ টু আউশকান্দি রোডে দীর্ঘদিন (প্রায় ২০দিন) ধরে সিএনজি চলাচল বন্ধ।
সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সিএনজি সংগঠন মিটিং করে তাদের ইচ্ছে মতো হঠাৎ ভাড়া বৃদ্ধি করে দিগুণ করে। হঠাৎ ভাড়া বৃদ্ধি করায় বিপাকের মধ্যে পড়ে যায় জনসাধারণ।
ভাড়া বৃদ্ধি সম্পর্কে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, গ্যাসের দাম বাড়ানো হয়’নি,তারপরও হঠাৎ করে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি হওয়ায় আমাদের চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
উক্ত ভাড়া বৃদ্ধির জেরে রোডে চলমান যাএী ও ড্রাইভারের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতন্ড লেগেই ছিল। শুধু তাই নয় যাএীদের শিকার হতে হচ্ছে ড্রাইভার কতৃক লাঞ্চনার। তার পরিপ্রক্ষিতে বিষয়টি চলে যায় সিএনজি সংগঠনের মধ্যে।
এ নিয়ে রিপোর্ট লেখার আগ পর্যন্ত প্রায় ২০ দিন ধরে নবীগঞ্জের প্রধান রোড সহ ফাঁড়ি পথের বিভিন্ন রোডে বন্ধ রয়েছে সিএনজি চলাচল। বাস চলাচল করলেও তাদের রয়েছে নির্ধারিত সময়।তারা তাদের নির্ধারিত সময়ে এক স্টেশন হতে অন্য স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়। একদিকে বাসের নির্ধারিত সময় অন্যদিকে সিএনজি চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিভিন্ন পেশায় কর্মরত চাকুরিজীবি সহ সাধারণ মানুষ। তারা তাদের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারছে না তাদের গন্তব্যস্থলে।
আরও এক সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার (২২ আগষ্ট) এক আপোসরুপার ব্যাবস্থা চলছে। আপোসরুপার ব্যাসস্থার কথা শুনে, ভাড়ার দিকে লক্ষ রেখে এই সমস্যার সুষ্ঠ সমাধান চায় জনসাধারণ।
