মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
গতকাল শনিবার ২০ আগষ্ট ২০২২ ইং বিকেল ৪ টায় মানবতার কল্যানে নিবেদিত,অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের,জয়পুরহাট জেলা শাখার
আয়োজনে আনুষ্ঠানিক ভাবে আক্কেলপুর উপজেলার রেলওয়ে স্টেশানের সামনের,এক পুকুরে ১০০ মিটার দৈর্ঘের ১২ জন প্রতিযোগিকে নিয়ে একটি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাটি পরিচালনা করেন কেন্দ্রীয় উপ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোঃ আশেক মাহমুদ
উক্ত খেলায় অংশ গ্রহন করেন,১.মোঃ মাসূদ রানা চৌধুরী ২.মোঃ জেহান খাঁন ৩.মোঃ নিজাম উদ্দিন ৪.মোঃ রুবেল ৫.মোঃ আমিনুর ইসলাম ৬.মোঃ জামাল উদ্দিন ৭.মোঃ আরাফাত হোসেন শুভ ৮.মোঃ নাইম হোসেন ৯.মোঃ আবু হাসান সাদ্দাম ১০.মোঃ আবু কালাম ১১.মোঃ বাবলু হোসেন ১২.মোঃ আব্দুর রহিম।
শত শত দর্শক খেলাটি উপভোগ করেছেন।
এ সময়,সাতার প্রতিযোগিতায় (১ম) স্থান অর্জন করেন মোঃ জেহান খাঁন (২য়) স্থান মোঃ নিজাম উদ্দিন এবং (৩য়) স্থান অর্জন করেন মোঃ রুবেল।
খেলা শেষে ৩ জন বিজয়ীদের হাতে পুরুষ্কার প্রধান করেন,কেন্দ্রীয় উপ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোঃ আশেক মাহমুদ,জয়পুরহাট জেলা সভাপতি মোঃ মাসুদ রানা চৌধুরী,সাবেক জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ ও আক্কেলপুর উপজেলা সভাপতি মোঃ গাজিউল ইসলাম গাজি
