ঢাকাThursday , 18 August 2022
  • অন্যান্য

বাগেরহাটে কোভিড ১৯ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

Link Copied!

শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে কোভিড টিকা নিশ্চিতে সভা অনুষ্ঠিত
হয়। বুধবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এই সময়ে ইউনিসেফ ও দি হাঙ্গার প্রজেক্ট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত টাউন হল মিটিং নামের এই সভায়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা দপ্তরের সহকারী কর্মকর্তা রওনকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, জেলা সমন্বয়কারী খালিদ হাসান, আই এস পি টুম্পা আক্তার মিম প্রমুখ উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন।

বক্তারা কোভিড ১৯ প্রতিরোধে ঝুকি নিরুপণ বাগেরহাটে কোভিড টিকা নিশ্চিতে সভাযোগাযোগ এবং সবাইকে টিকার আওতায় আনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়েছে যাতে করে সবাই টিকা দিতে আগ্রহী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।