ঢাকাWednesday , 17 August 2022
  • অন্যান্য

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি ||

২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপ-শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সাঞ্চলনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধ মোড়ল আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায় জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক জি এম শফিউল রহমান ডানলাপ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।