ঢাকাWednesday , 17 August 2022
  • অন্যান্য

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো তরুণের।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর খাজুরায় চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষে হয়ে ছিটকে পড়ে আরিফ হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় তার দাফন করা হয়েছে।

গতকাল সোমবার তেলীধান্যপুড়া এলাকায় বাঘারপাড়া-খাজুরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন স্থানীয় রায়পুর ইউনিয়নের দর্গাহপুর গ্রামের প্রবাসী শাহিন মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে খাজুরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলীধান্যপুড়া এলাকার বাঁশতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আরিফ সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হলে পথিমধ্যে আরিফের মৃত্যু হয়।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।