মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর খাজুরায় চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষে হয়ে ছিটকে পড়ে আরিফ হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় তার দাফন করা হয়েছে।
গতকাল সোমবার তেলীধান্যপুড়া এলাকায় বাঘারপাড়া-খাজুরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন স্থানীয় রায়পুর ইউনিয়নের দর্গাহপুর গ্রামের প্রবাসী শাহিন মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে খাজুরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলীধান্যপুড়া এলাকার বাঁশতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আরিফ সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হলে পথিমধ্যে আরিফের মৃত্যু হয়।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।
