ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য

ইবিতে আবৃত্তির শ্রাবণের শোকগাথা কবিতা পাঠ

admin
August 16, 2022 11:27 pm
Link Copied!

 

ইবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কবিতা পাঠের অনুষ্ঠান শ্রাবণের শোকগাথা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে বেলা সাড়ে ১১টায় এ কবিতা পাঠের আয়োজন করেন সংগঠনটি।

অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তির সভাপতি নুরুল্লাহ মেহেদী সভাপতিত্বে এবং বাংলা বিভাগের শিক্ষার্থী নিরব বিশ্বাস ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিহা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাইমা পারভীন নীলা, সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীরা, অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানা, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিক সাইমুম, সাহিত্য সম্পাদক মাসুম আলভী’সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রাবণে শোকগাথা এ কবিতা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করেন আবু রায়হান, তানজিমা শিকদার, হায়াতে জান্নাত, জান্নাতুল ফেরদৌস মিরা, দিপেন রায়, ফারহানা ইবাদ, সূচনা ত্রিপুরা, গোলাম রাব্বানী, গোলাম আজম শোভন, সুইটি পাল, আশরাফুল ইসলাম, ফারহানা রহমান, আবদীম মুনিব, তাসফিয়া সাফ্ফাত, সম্পা খাতুন, আবদুল মাজেদ সাগর, হাজেরা খাতুন ও জান্নাতুল ফারাজানাসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।