ঢাকাTuesday , 16 August 2022
  • অন্যান্য

শিরোনামঃ বাঙালির মহান বীর বঙ্গবন্ধু শেখ মুজিব।

admin
August 16, 2022 12:31 am
Link Copied!

 

সত্যের আলো জ্বলছে এবার
নিভেছে অন্যায়ের বাতি
তোমার আগমনে পেলো এবার
বাঙালি নতুন জাতি,

বঙ্গভূমিতে জন্মেছ তুমি
নিয়েছ নৈতিক শিক্ষা
তোমার জীবন চলায়নে
অন্যায়কে দিয়েছ ধিক্কার,

বাঙালির মুক্তির দাবিতে তুমি
গেয়েছো মুক্তির পণ
সোনার বাংলা ফিরে পেতে
করেছো বুক খনন,

দেশের জন্য লড়ছো কত কর্মের গুনগানে
বাংলার জমিনে বেঁচে আছো তুমি
কোটি মানুষের প্রাণে,

চিরসবুজ এই বাংলার জমিনে
গেয়েছো কত গান
পঁচাত্তরের কালো রাতে
কেঁড়ে নিলো তোমার প্রাণ,

তোমার বুকেরই রক্তের বিনিময়ে
পেয়েছি ভাষা উপহার
বাঙালির মাঝে বীর হিসেবে
বেঁচে থাকবে তুমি চিরকাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।