ঢাকাThursday , 11 August 2022
  • অন্যান্য

যশোরে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঝরল দুই বন্ধুর প্রাণ।

admin
August 11, 2022 12:43 am
Link Copied!

 

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ

যশোরের দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ (১০আগষ্ট) বুধবার দুপুর সাড়ে তিনটার পর ঢাকা রোড রোজা ফার্নিচারের সামনে।

নিহতরা হলেন বারান্দি পাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বিকট শব্দ হয়। পরে আহত অবস্থায় তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এস আই তুহিন বাওয়ালী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মোটরসাইকেল দুইটি দ্রুত গতিতে চলছিল। একজন নিয়ন্ত্রণ হারিয়ে আরেকজনের ধাক্কা দেয়।

এ ঘটনায় দুজনই নিহত হন। তিনি আরো জানান, ঘটনার পর পেছন দিক থেকে আসা আরো একটি মোটরসাইকেল ওই মোটরসাইকেল দুইটির সাথে ধাক্কা দেয়। ওই মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।