ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য

বাঘায় আক্কাছ আলীর উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন।

Link Copied!

 

বাঘা ( রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় সাবেক মেয়র আক্কাছ আলীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর আয়োজনে শতশত জনসাধারণের সাথে নিয় আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বাদ এশা সাবেক মেয়র আক্কাছ আলীর নারায়ণপুর বাজারস্থ নিজ অফিসে এ
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, দেশমাতা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে এবং তিনি সেভাবেই দেশের কল্যাণে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতাই বঙ্গবন্ধুর হাতে হাত রেখে সাধারণ মানুষের জন্য লরে গেছেন। বাঙালির মুক্তির জন্য সব সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুর উপর ভরশা রাখেন, তাইতো যুদ্ধের পরেও বঙ্গবন্ধু রাষ্ট্রক্ষমতার প্রধান হয়েও সাদামাটা জীবন যাপন করতেন। আজ জননেত্রী শেখ হাসিনাও তার বাবার মতন বাঙালির মুক্তির জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম টগর, বাঘা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, বঙ্গবন্ধু প্রজন্মলীগের উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্যাম্পু, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, বঙ্গবন্ধু স্মৃতিপরিষদ সভাপতি সাহাবুল ইসলাম ইমন, যুবলীগ নেতা সজল আলী, তৌহিদ আহমেদ, সোহাগ রানা সহ নারায়নপুর বাজার মসজিদের মুসল্লি ও শতশত আক্কাছ প্রেমী জনসাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।