শিরোনামঃচেষ্টায় সাফল্য
লেখকঃ রবিউল হোসেন
কত মানুষেরই কত স্বপ্ন
নিয়ে এগোবে দেশ ও জাতি
তারই মাঝখানে আমরা কেন বিলীন হয়ে আছি।
অলস্য দেহ নিয়ে থাকবো কেন বসে
জীবন চালনায় চেষ্টার মাঝে সাফল্যই তো আছে।
চার দেওয়ালের আঁধারে কেন করবো বাস
জীবন উন্নেচন করিতে আমরা ফেলিবো না নিশ্বাস।
স্বল্প জীবনের মূল্য কত মূল্যায়ন করলে পাবো শত
দেখবো না তো পিছু, তবুও আমরা সঠিক পথে এগিয়ে নিয়ে যাবো সবকিছু।
অলসতা দূর করে বাস্তব জীবন গড়বো গিয়ে
ঘাম ঝরিয়ে মাঠ খুড়িলে গুপ্তধন পাবো কুড়িয়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
