ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করেছে মীরসরাই উপজেলা বিএনপির নেতারা।

Link Copied!

 

স.র সাঈদ, মীরসরাই, চট্টগ্রাম।

মীরসরাইয়ের ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় ৫টি পরিবারের বসতঘর। গত সোমবার ১লা আগষ্ট উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমীর আলি সওদাগর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ৫টি পরিবারের ঘরবাড়ি।

ক্ষতিগ্রস্ত এসব পরিবার ও ঘরবাড়ি পরিদর্শনে যায় মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১(মীরসরাই)আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল আমিন। এ সময় উপজেলার যুবদল নেতা শাহিনুল ইসলাম স্বপনও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ প্রদান করে সেখানে উপস্থিত নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।