স.র সাঈদ, মীরসরাই, চট্টগ্রাম।
সারাদেশে বিদ্যুৎ বিভ্রাট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সভা করেছে করেরহাট ইউনিয়ন বিএনপি।
শনিবার(৬ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা, ইউনিয়ন,পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে করেরহাট ইউনিয়নে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজানের সঞ্চালনায় ও করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিএনপির সদস্য সচিব গাজী নিজাম এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরুল আমিন বলেন, সারাদেশে অব্যাহত বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনতে হবে এবং জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রাখতে হবে। সাম্প্রতিক নিহত হওয়া ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদসহ সরকারের পদত্যাগের দাবি জানান তিনি।
এ সময় অন্যান্য বক্তারাও সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
সভায় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
