ঢাকাSaturday , 6 August 2022
  • অন্যান্য

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠিত।

admin
August 6, 2022 3:28 pm
Link Copied!

বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গতকাল (শুক্রবার) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাবেক আহবায়ক এইচ এম হাসান কে সভাপতি, রাজন মৃধাকে সাধারণ সম্পাদক, এবং আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি প্রসঙ্গে সভাপতি এইচ এম হাসান বলেন, বাংলাদেশ গন অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আমাকে বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি করায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের সন্মানিত আহবায়ক, ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সন্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগীয় উপকমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল জেলা শাখা এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশের মানুষের মুক্তি মেলেনি। মানুষ অধিকার বঞ্চিত, গনতান্ত্রিক একটা রাষ্ট্রে মানুষের ভোটাধিকার নেই। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করনে আমরা অগ্রণী ভুমিকা পালন করবো ইনশাআল্লাহ। মানুষের জান ও জবানের নিরাপত্তা নেই। গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ অতিষ্ঠ। আমরা দেশের নিপিড়ীত, নির্যাতিত সাধারণ জনগনকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে কাজ করবো ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আহবান থাকবে, আপনারা আমাদের যৌক্তিক দাবীতে, সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে, দেশের জনগণের স্বার্থে আমাদের সমর্থন করবেন এবং পাশে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।