ঢাকাMonday , 25 April 2022
  • অন্যান্য

নারী তুমি

admin
April 25, 2022 2:01 pm
Link Copied!

 

পূজা ভদ্র

নারী তুমি সৃষ্টিকর্তার অদ্ভুত দান
নারী তুমি নিঃস্বার্থে ধরিয়াছো সংসারের হাল
নারী তুমি মমতার উজ্জ্বল প্রতিফলন
স্বার্থশূন্যতায় করিয়াছো সন্তানের প্রতিপালন।

নারী তুমি দেবীত্বের বহিঃপ্রকাশ
দেবীরূপেই করিয়াছো পাপের বিনাশ
নারী তুমি সামাজিক উন্নতির কর্ণধার
সমাজের প্রয়োজন সমাজই করিয়াছে ভঙ্গ তোমার অঙ্গিকার।

নারী তুমি পুরুষতান্ত্রিক সমাজে অবহেলার কারণ
জননীরূপে তাদেরই করিয়াছো নিজের গর্ভে ধারণ
নারী তুমি নিজেই নিজের শক্তি ?

প্রতিবাদের অঙ্গিকারে প্রতিষ্ঠা কর নিজের মুক্তি
নারী তুমি জাগতিক সৌন্দর্যের স্বরূপ
নারী তুমিই সৃষ্টির আদি রূপ।

কবি পরিচিতিঃপূজা ভদ্র

অধ্যায়নরত প্রতিষ্ঠান : এইচএসসি ১ম বর্ষের ছাত্রী অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল।

ঠিকানা : গৈলা, আগৈলঝাড়া, বরিশাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।