ঢাকাSaturday , 7 May 2022
  • অন্যান্য

অট্টালিকা বানাচ্ছেন ভুবন বাদ্যকর

admin
May 7, 2022 8:42 pm
Link Copied!

বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। গাড়ি কিনেছিলেন আগেই।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কাঁচা বাড়ির পাশেই তৈরি হচ্ছে ভুবনের পাকাবাড়ি। এ নিয়ে গানও বেঁধেছেন তিনি। শখের নতুন বাড়িতে মার্বেল বসানো হচ্ছে। অন্দরসজ্জাও হবে চোখ ঝলসানো। নিজের বাড়ি নিয়ে এমনটাই জানাচ্ছেন ভুবন।

ভুবন বলেন, ৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ি করতে। আরও কিছু করব। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। বাড়ির বারান্দাটা সাজাব আমি। প্লাইসহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। এত দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচাবাদাম গান শুনছেন এটা ভাল লেগেছে।

ভুবন বাদ্যকরের নতুন বাড়ি এখনও নির্মানাধীন হলেও কাঁচাবাড়ি ছেড়ে সপরিবারে ভুবন আপাতত সেই বাড়িতেই উঠেছেন। নিজের অবস্থার পরিবর্তন নিয়ে গানও বাঁধছেন। তার বাড়ির মতো সেই গানও আপাতত নির্মীয়মান।

অনুরোধে একটু গেয়েও শোনালেন— ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।