ঢাকাTuesday , 2 August 2022
  • অন্যান্য

হাইব্রিডে নেতার বিরুদ্ধে আ’লীগ সভাপতির সংবাদ সম্মে লন

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য এইচ এম মাসুম বিল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নলছিটি নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বারেক হাওলাদার ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার । ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতকাল এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার বলেন,নব্য আওয়ামী লীগ পরিচয়দানকারী মোঃ মাছুম বিল্লাহ সাবেক জামায়াত শিবির ও বিএনপির সমর্থক , যিনি কোন আওয়ামীলীগের কর্মকান্ডের সাথে জড়িত নন , তাহার দলীয় প্রচারনা হলো ফেসবুক , ব্যানার ও ফেস্টুন ।তার পরিবারে অনেক সদস্য বিএনপি করে ও তিনি সবসময় বিএনপির লোকদের সাথে চলাফেরা করে।

এছাড়াও মসজিদের জন্য জেলা পরিষদ থেকে ১,০০,০০০ / – টাকা পায় যেখানে কমিটিতে আওয়ামীলীগের ওয়ার্ড কোন সদস্য রাখেন নাই । বিদ্যালয়ের মাঠ ভরাটের বরাদ্দের টাকা দিয়ে মসজিদের দক্ষিন পাশের নিজেদের ব্যক্তিগত ৬ শতাংশ পরিমাপের পুকুর ভরাট করে ।কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের মাননীয় সংসদ সদস্য কর্তৃক বরাদ্দের টিয়ার দিয়ে কোন কাজ করান নাই । খাগড়াখানা মডেল হাইস্কুল স্থানীয় ব্যক্তিদের নিকট থেকে নগদ টাকা জমি ক্রয় করিয়া নিয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে । এর কোন দাতা সদস্য নাই । তা নাকি তার বাবার দেয়া জমি বলে অপপ্রচার চালাচ্ছে ।

এবিষয়ে অভিযুক্ত এইচ এম মাসুম বিল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাকে একাধিক বার ফোন দিলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।