বাঘা( রাজশাহী) প্রতিনিধি।
শোকের মাস আগষ্ট। শোকাবহ আগস্টের প্রথম দিনে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, এবং শোকসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচীর সূচনা করা হয়েছে।
সোমবার (পহেলা আগষ্ট) বিকেল ৩ টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাস ব্যাপী এ কর্মসূচীর সূচনা করা হয়।উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
