মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি (সাতক্ষীরা)।
বর্ষা মৌসুম শুরু হতে না হতেই সাতক্ষীরার বৃহৎ প্রাচিন বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটা বাজারের জনগুরত্বপূর্ণ এই সড়ক মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ অপরিকল্পিতভাবে রাস্তা ও দোকানপাট নির্মাণে বৃষ্টির শুরুতেই রাস্তাগুলো পানি কাদায় চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ সকল রাস্তা ব্যবহারকারী হাজার হাজার মানুষ।
প্রতি বুধ ও শনিবার সাপ্তাহিক হাটের দিন হাজারো ক্রেতা-বিক্রেতা পাটকেলঘাটায় আসেন। এছাড়া এলাকার স্কুল-কলেজের হাজারো ছাত্র-ছাত্রী এসব পথে যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদেরকেও।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
