এম কে আলম
একটি বাংলাদেশ,
তুমি উন্নত মমশির
তুমি বাংলার জনক
বঙ্গবন্ধু শেখ মুজিব।
তুমি জন্মেছিলে বলেই
তোমার পদচারণায়
বাংলা হয়েছে আজ চির সজীব।
তুমি ছিলে বিদ্রোহী,
ছিলে তুমি রণ-ক্লান্ত
তোমার ভয়ে শত্রুর দল,
হারাতো পথ, হতো চির ভ্রান্ত।
তোমার দেওয়া ৬দফাতে
কেঁপে ছিল ঐ নরপশুদের বুক
তাইতো ওরা আগরতলায়
করেছিল তুমাকে সম্মুখ।
ভেবেছিল ওরা
হয়তো তুমি থেমে যাবে
ভয়ে পুলিশের তাড়া।
হয়তো জানতোনা তারা
কতশত মানুষের ভালোবাসা তুমি,
দেখিয়ে দিল সেদিন তাঁরা
৬৯ এ অংশ নিল যারা।
তুমি ছিলে গ্রীষ্মের প্রকর তাপে
এক প্রশান্তির বৃষ্টি,
বাংলার বুক করতে সবুজ
হয়েছিল তুমার সৃষ্টি।
মুজিব মানেই বাংলা
চির উন্নত শির,
বাংলা মায়ের বড় পুত্র
শ্রেষ্ঠ মহা বীর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
