স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের জনৈক হালিম মোল্লা বিয়ে করেছে ৮১টি। এ নিয়ে তার স্ত্রীর সাক্ষাৎকার ভিডিও ভাইরাল হয়েছে যাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে। জানা যায় রাংতা নিবাসী জনৈক হালিম মোল্লা ঢাকা মহিলা কলেজে দপ্তরী হিসেবে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় নিজেকে সরকারি চাকরিজীবী হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে বিয়ে করে। জানা যায় হালিম মোল্লার অপকর্মের কথা ঢাকা মহিলা কলেজ কর্তৃপক্ষ জানতে পারলে তাকে সাসপেন্ড করেন। কোন কোন স্ত্রীকে নিজের জেদের বশবর্তী হয়ে বিয়ে করে দুই এক দিন পরে আবার ডিভোর্স দিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীরা ডিভোর্স না দিতে চাইলে তার নিজস্ব বাহিনীর দ্বারা ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীদের সাদা স্ট্যাম্পে সই করে তালাকের ব্যবস্থা করে। এমনই এক অভিযোগ করেছে তার এক স্ত্রী । নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত স্ত্রী বলেন জেদের বশবর্তী হয়ে ঢাকা থেকে অপহরণ করে নিয়ে তাকে বিয়ে করেন। এবং কয়েকদিন পরে তার পরিবারের অন্য লোকজন তাকে মারধর করে স্ট্যাম্পে সই দিয়ে তালাক করে। ভিডিও ভাইরাল হওয়া ৮১ তম স্ত্রী নুপুর বলেন এক বছর পূর্বে বিভিন্ন লোভ দেখিয়ে বিয়ে করেন। ভিডিও সূত্রে জানা যায় নুপুরের বাড়ি বরিশাল জেলার গৌরনদীতে। ১ বছর পূর্বে তাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। দুই তিন মাস পরে তার সাথে খারাপ আচরণ আরম্ভ করেন। হালিম মোল্লা ও তার পরিবার সহ নুপুরের উপরে অত্যাচার করেন। বর্তমানে তার খোজ খবর নেয় না।এভাবে আর একাধিক স্ত্রীও নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিকদের জানান তাদের সাথে এভাবেই আচরণ করা হয়েছে। তারা উক্ত নারীলোভী হালিমের বিচার চান। তারা বলেন যাহাতে আর ভবিষ্যতে উক্ত হালিম মোল্লা কোন নারীর ক্ষতি না করতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
