✍️ খান মাহাদী
বিশ বছর বয়সে যে দুঃখটার জন্য তোমার মরে যেতে ইচ্ছে করেছিলো পঁচিশ বছর বয়সে সেটার কথা মনে হলে তুমি কেবল হাসবে।
হাসবে কেন জানো? শুধুমাত্র নিজের বোকামির জন্য,এসব বোকা বোকা ভাবনার জন্য।
সারাক্ষণ মন মস্তিষ্কে বিচরণ করে,কয়েক শত প্রতিজ্ঞা করার পর যে মানুষটা তোমার হাত ছেড়ে দিয়েছিলো তুমি তখন ভেবেছিলে তাকে ছাড়া তুমি মরেই যাবে।সারাক্ষণ ফ্যা্চফ্যাচ করে কেঁদে কেটে যাকে পাওয়ার তুমি আকুতি করতে, কয়েক বছর পর এসব ভাবলে নিজের ই হাসি পাবে।
যে কাছের বন্ধুর প্রস্থান তুমি মানতে পারো নি বলে কষ্ট পেয়ে ডায়েরিতে কত লেখা লিখেছিলে,কয়েক বছর পর সে বন্ধু জড়িয়ে ধরলেও কোনো অনুভূতি কাজ করবে না
যে পছন্দের জিনিসটার জন্য না খেয়ে দরজা বন্ধ করে রাগ দেখাতে কয়েক বছর পর সে জিনিসটা তোমার নিকট কেবলই ফেলনা মনে হবে।
যে রাগের জন্য নিজেকে আঘাত করতে,কয়েক বছর পর এসব রাগ করতে অন্য কাউকে দেখলে কিংবা আঘাত করতে দেখলে নিজেরই বিরক্ত লাগবে।
ভাবো তো যে পাঁচ বছর আগে তুমি একটু কষ্ট পেলেই মরে যাওয়ার কথা ভাবতে,ঠিক পাঁচ বছর পরেই তা কেবল তোমার কাছে একটা ঘটনা।একটা তীব্র সত্যি কথা হচ্ছে সময়ের থেকে বড় বিচারক আর সময়ের থেকে বড় মলম আর কোনোটাই নেই।সময় সব ক্ষত সারিয়ে দেয়,সব একটু হলেও ভুলিয়ে দেয়।
