ঢাকাTuesday , 26 July 2022
  • অন্যান্য

আজ আকাশের ঐ পরী পরেছে সাদা শাড়ী বসে আছে বটমূলে মুখে হাসির সূরলহরী।

admin
July 26, 2022 4:22 pm
Link Copied!

”পরী”
এম কে আলম

আজ আকাশের ঐ পরী
পরেছে সাদা শাড়ী
বসে আছে বটমূলে
মুখে হাসির সূরলহরী।

দেখে যেন মনে হয় চিনি তাহারে দুচোখ ভরা মায়া তার টানে আমারে।।

দূর থেকে চায়া হরীণ ডাকে আহারে,
ঐ দুটি চোখ যদি দিত আমারে।
ধন্য হত জীবন আমার ভূবনো তরে।।

চুল গুলো তার
কাল মেঘ মানে হার।
ময়ুর পঙ্কি বলে ফেলে দীর্ঘ শ্বাস!
আমার পালক চাইনেতো আর, পেলে
ঐ কেশের আস।।

চাঁদ বলে সব আলো তুমি নিয়ে যাও
কপালের ঐ কালো টিপ আমায় দিয়ে দাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।