মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি
‘মাছে ভাতে বাঙালি ”এটি বাংলাদেশের একটি অতি প্রাচীন প্রবাদ।একসময় এ দেশে ছিল ঘোলা ভরা ধান,মাঠ ভরা ফসল ও পুকুর ভরা মাছ।নদী নালা, খাল বিল ছিল মাছের এক বিশাল অভয়ারণ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে জলবায়ুগত পরিবর্তন ও অধিক জনসংখ্যার ফলে প্রকৃতির এই সুস্বাদু প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। বাঙালি জাতির প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা ও ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ সরকার ২৩জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭দিনকে ঘোষণা করেছে জাতীয় মৎস্য সপ্তাহ। গত ২৩জুলাই ২০২২ ইং তারিখ হতে শুরু হলো মৎস্য সপ্তাহ উদযাপন চলবে ২৯জুলাই পর্যন্ত । নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে শুরু হলো মৎস্য সপ্তাহ উদযাপন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া -কেন্দুয়া ৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও সাংবাদিকবৃন্দ।
