✍️ খান মাহাদী
কিছু রিলেশন আছে শুধু বাধ্য হয়ে দুজন কন্টিনিউ করে যাচ্ছে। আবার কিছু রিলেশনশিপ আসলেই দিনশেষে অনেক শান্তি দেয়। দুঃখ কষ্ট টেনশন পেরেশানি সব ভুলিয়ে দেয়।
দুনিয়াতে নিজের মেন্টালির একজন মানুষ পাওয়া আসলেই অনেক ভাগ্যের বেপার। একে অপরকে জীবনের চাইতে বেশি ভালোবাসলেও দেখা যায় তাদের মতামত মিলে না চাওয়া পাওয়া মিলে না। তখনই সে রিলেশনশিপ শুধু রিলেশনশিপ-ই থেকে যায়। ভালোবাসা হয়ে ওঠে না। এমনকি শেষ পর্যন্ত ভেঙেও যায়।
যদি কেউ ছেড়ে চলে যেতে চায় তবে তাঁকে না আটকিয়ে বরং এগিয়ে দেয়াই উচিৎ। একটু কষ্ট হবে কিন্তু ঠকবে না। কেননা, যাবার বেলায় সে অহেতুক হাস্যকর যেসব কারণ দেখায় দ্বিতীয়বার সেসবের আর মুখোমুখি হতে হয় না।
যার সাথে মনের চাওয়া পাওয়া মিলে জীবনের উদ্দেশ্যগুলো মিলে চাহিদা মিলে তাঁকেই ধরে রাখা উচিৎ। মানুষটাকে সবটা দিয়ে হলেও আগলে রাখা উচিৎ। সে ভালোবাসা-ই মনের শান্তি। সে মানুষ-ই নিজের সুখ।
ভালোবাসা সম্পর্ক বোঝে না, বোঝে মন। মনের মতো মন। সেখানেই ভালোবাসা নিজেকে মেলে ধরতে পারে যেখানে দুটি মানুষের বিশ্বস্ত মন-ই হয়ে ওঠে ভরসার কাঁধ।
