ঢাকাTuesday , 12 July 2022
  • অন্যান্য

ভন্ডপীরের হাত ধরে পালিয়ে যাওয়া গৃহবধূ উদ্ধার

admin
July 12, 2022 8:25 pm
Link Copied!

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক নামের এক ভন্ড পীরের হাত ধরে উধাও হওয়ার পর প্রায় ১৯দিন পর গৃহবধূকে উদ্ধার করেছে তারা কান্দা থানা পুলিশ । গত সোমবার (১১ জুলাই) গাজীপুরের টঙ্গী থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।কিন্তু স্ত্রীকে রেখে পালিয়েছেন গেছেন ভন্ডপীর পীর খেতা শাহ। আজ মঙ্গলবার (১২ জুলাই) তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভক্তের স্ত্রীকে উদ্ধার করা হলেও খেতা শাহকে খুঁজে পাওয়া যায় নি। তবে খুব শীগ্রই তাকে গ্রেপ্তার করা হবে।গৃহবধূ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। ফজলুল হক ওরফে খেতা শাহ’র (৬০) সাথে দেড় মাস আগে তারাকান্দা উপজেলার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়। পরে খেতা শাহকে আধ্যাত্মিক পীর ভেবে তার ভক্ত হয়ে যান শফিকুল। সংসারের উন্নতি আর মনের বাসনা পূর্ণ হিবে এমন ধারণা থেকে তাকে স্থানীয় মাজারে এনে আশ্রয় দেন শফিকুল। এ সময় স্ত্রীকে দেখাশোনা করার জন্য বলেন। সবকিছুই ভালোভাবে চলছিল। তবে গত ২২ জুন দুপুর ১২টার দিকে খেতা শাহকে নিয়ে ঐ গৃহবধূ তার বাবার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় যাওয়ার কথা বলে লাপাত্তা হয় । পরে গৃহবধূর স্বামী খেতা শাহর নামে তারা কান্দা থানায় লিখিত অভিযোগ দেন। গত ২ জুলাই তার অভিযোগ মামলা হিসেবে নথিবদ্ধ করা হয় সংশ্লিষ্ট থানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।