ঢাকাSunday , 10 July 2022
  • অন্যান্য

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে বরিশলের আগৈলঝায় পবিত্র ঈদুল আযহা পালিত।

Link Copied!

মঞ্জুর লিটন ( নির্বাহী ও বার্তা সম্পাদক)
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। রবিবার (১০ জুলাই) সকালে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের আমেজে বরিশাল জেলার আগৈলঝায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে পালন করেছে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন করে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হয়েছে মন। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শ্যের প্রতিকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এই প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানী করতে উদ্যত হয়েছিলেন। সে সময় আল্লাহ্ পাক বেহেস্ত থেকে একটি দুম্বা ঐ একই কোরবানী করান। ঐ পরীক্ষায় হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ মহান আল্লাহ তায়ালা খুশি হয়ে যান। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশ, তার সন্তুষ্টি অর্জন এবং তারই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদুল আযহা উদযাপিত হয়ে আসছে। রবিবার সকাল সাড়ে ৭টায় থেকে ৯ টা পর্যন্ত  আগৈঝাড়ার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুস্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাগাহ মাঠে সকাল সাত ঘটিকা থেকে ৯ ঘটিকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদ, চেঙ্গুটিয়া ঈদগাহ, গৈলা ঈদগাহ, দাসের হাট, নিমতলা, দক্ষিণ গৈলা, সিুজনকাঠী, উত্তর সিহিপাশা, সেরাল, বাগধা, রাজিহার ,বাকাল, রত্নপুর, দক্ষিণ শিহিপাশা আল শামস জামে মসজিদ ও ঈদগাহ  সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত।
দক্ষিন শিহিপাশা আল শামস জামে মসজিদে সকাল ৭.০০ ঘটিকায় ঈদের জামাত অনুন্ঠিত হয়।  এখানে  মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন  আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি আব্দুল্লাহ লিটন, স্থানীয় নেত্রী বৃন্দ, আগৈলঝাড়া নতুন আলো যুব সংঘের সভাপতি, জনবহুল নিউজ পোর্টাল নিউজ টাইম বিডি ও  নিউজ টাইম টিভি এর নির্বাহী ও বার্তা সম্পাদক সাংবাদিক মঞ্জুর আলম লিটন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।