ইয়ামিন ভূঁইয়া,ঢাকা
ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।এই আনন্দ ভাগাভাগি করতে মানুষ প্রতি ঈদেই ছাড়ছেন ঢাকা,যাচ্ছেন নিজ নিজ জেলায়,নিজ নিজ গন্তব্যে।তাই রেল,লঞ্চ কিংবা সড়ক,সবখানেই বেড়েছে মানুষের ভিড়। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়,রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া মানুষের ভিড়।ট্রেনের ছাঁদ কিংবা ট্রেনের ভিতর,কোথাও নেই ঠাই।যে যেখান দিয়ে পারছেন,সে সেখান দিয়েই উঠছেন ট্রেনে।আজ উত্তর-পশ্চিমবঙ্গগামী ট্রেনে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। মহাসড়কেও বেড়েছে যাত্রী চাপ।সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে উপচে পড়া মানুষের ভিড় দেখা গিয়েছে।বাস কিছুটা দেরিতে আসলেও ভোগান্তি বাড়াচ্ছে গরম।সড়কে নেই স্বস্তি,নেই শান্তি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার জ্যাম।কেউ নিজ জেলায় গিয়ে ক্রয় করবে কোরবানির পশু।আবার কেউ ক্রয় করবে ঈদ সামগ্রী।কিন্তু তাদের এই সপ্ন পুরোন হবে কি?তাও অনিশ্চিত।রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এদিকে পদ্মা সেতুর ২ নম্বর বুথ ক্ষতি গ্রস্ত হওয়ায়,টোল প্রান্তে দেখা গিয়েছে যানবাহনের লম্বা সারি।বাকি ৫ বুথের মাধ্যমে চলছে টোল আদায়।
