ঢাকাFriday , 8 July 2022
  • অন্যান্য

নওগাঁর পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা

Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহার উপলক্ষে পোরশা উপজেলা বাসী সহ সারা দেশের সকলের স্তরের মানুষের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। তিনি তার শুভেচ্ছা বার্তায় নিউজ টাইম বিডিকে জানান, করোনা ভাইরাসের ঘুরপাকে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা বা (কোরবানির ঈদ) ঈদ বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে, পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেদেরকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়। দেশের বিদ্যমান এই ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে দেশের সুবিধা বঞ্চিত এবং হত-দরিদ্রদের প্রতি আমরা সবাই যেন সহনশীল হই। আরো বলেন, করোনা ভাইরাস আমাদের মাঝে আবারো মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে, সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান। ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানিয়ে এবং কোরবানির পশু নির্দিষ্ট স্হানে জবাই করে জবাই করা শেষ হলে ঐ স্হানে বিসিলিং পাউডার দিয়ে পরিস্কার করা সহ সকল প্রকার সরকারি আইন মেনে চলা এবং করোনা ভাইরাস এর সকল নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।