ইয়ামিন ভূঁইয়া ক্রীড়া প্রতিবেদক
১৫ বছরের অভিজ্ঞতায় হৃদ্য যার ক্যারিয়ার তার বিকল্পতো সহজেই পাওয়া যায়না।তিনি যে বাংলার সেরা ওপেনার,নিজের ব্যাটিংকে এমনই উঁচু তারে বেধেছেন।যার মানে উঠতে পারছেন না বাংলার আর কোন ওপেনার। ২০২০ সালের ৯ই মার্চ সবশেষ টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলেন তামিম।তার শূন্য স্থানটা পূরণ করা হয়নি। বিকল্প হিসেবে কতজনকেই তো ব্যবহার করছে টিম ম্যানেজমেন্ট,নির্ভরতা দিতে পারেননি কেউই।টি-টোয়েন্টিতে তামিম বিহীন ৩১টা ম্যাচে দেখা গেছে ৯ জন ওপেনার।সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে নাঈম,সৌম্য,লিটন।অফ ফর্মে দলের বাইরে নাঈম-সৌম্য।আর লিটন একেক ম্যাচে খেলছেন একেক পজিশনে। প্রথম ৬ ওভারে রান উঠছে না আর উইকেটেও পড়ছে দ্রুত।তামিমের অভাবটি বোধ হচ্ছে ভালো ভাবে।শেষ ৩১ ম্যাচে শত রানের উদ্বোধনী জুটি হয়েছে ১ বার।জুটিতে হাফ শতক ২ বার। টেস্ট,ওয়ানডে আর টি-টোয়েন্টি ৩ ফরমেটেই বাংলার যোগ্য ওপেনার তামিম। বিসিবি সভাপতিঃআমি মনে বাংলাদেশের একমাত্র যোগ্য ওপেনার তামিম। গত ২৭ জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিয়েছিলেন তামিম।যার মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি মাসের ২৭ তারিখ।এতো তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন তামিম?
