ইয়ামিন ভূঁইয়া,
ঢাকা টেস্ট আর ওয়ানডের বাংলাদেশ দল তাকে ছাড়া ভাবাই যায়না।ওই দুই ফরমেটে এমনই তার ফর্ম আর খেলার ধরণ,কিন্তু খেলাটা যদি হয় টি-টোয়েন্টি তবে হিসেবটা মিলেনা।২০ ওভারের ম্যাচে লিটন দাস ভিন্ন এক ব্যাটসম্যান।যাকে দেখে মনে হয় আত্মবিশ্বাসের বড্ড অভাব। পারফরম্যান্স বিবেচনায় বর্তমানে বাংলাদেশের অন্যতম টেস্ট ব্যাটসম্যান লিটন।ওয়ানডে ওপেনিংয়ে তামিম ইকবালের যোগ্য সঙ্গী,তবে টি-টোয়েন্টিতে ছন্দ ছাড়া। লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নজর দেয়া যাক।এক সময় স্ট্রাইকরেট ছিলো ১৪১,এখন ১২২.৩৩।৫০ টা ম্যাচ খেলেও ১০০০ রান করতে পারেননি। শেষ ৫ ম্যাচের স্কোর বলে দিবে এই ফরম্যাটে তিনি ধারাবাহিক নন।শেষ ২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ অংকের রানে তিনি আউট।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আলাদা দুই পজিশনে নামতে হয়েছে তাকে।কিন্তু তার আগে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৩ নম্বর পজিশনে।আলাদা ৩ ম্যাচে তাকে খেলতে হয়েছে আলাদা ৩ পজিশনে। লিটন আত্মবিশ্বাসে ভুগলেও তার উপরে দলের আছে পূর্ণ বিশ্বাস।
Yeamin
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
