পবিত্র ঈদুল আযহা ২০২২ উপলক্ষে বিশ্বের সকল মুসলিম, আগৈলঝাড়া বাসী ও নিউজ টাইম বিডি পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, আগৈলঝাড়া নতুন আলো যুব সংঘের সভাপতি , বর্তমান সময়ের জনপ্রিয় ও জনবহুল নিউজ পোর্টাল নিউজ টাইম বিডির নির্বাহী ও বার্তা সম্পাদক, বাংলা৫২ নিউজ, বাংলা নিউজ ডিএন, দৈনিক সময় সংগ্রাম, দৈনিক দেশচিত্র, স্বাধীন নিউজ দেশের খবর, বরিশাল জেলা প্রতিনিধি সাংবাদিক মঞ্জুর লিটন। তিনি তাহার বাণীতে বলেন ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আযহা আবার এসেছে আমাদের কাছে, তাই ঈদ উল আযহার তাৎপর্য সামনে রেখে ভোগে নয় ত্যাগেই শান্তি। মহান আল্লাহ ঈদ উলআযহা ত্যাগের এই শিক্ষা দিয়েছেন। এই পবিত্র দিনে সকলের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিন্দন।
সবাইকে জানাই ঈদ মোবারাক
তিনি আরো বলেন বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে আবারো করোনার বিস্তার বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্য বিধি মানার জন্য আহ্বান জানান। তিনি বলেন সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন মাক্স ব্যবহার করুন। নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।
