ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য

ঈদুল আজহাকে সামনে রেখে কণ্ঠশিল্পী নাজিম খানের ঈদ মোবারক!

Link Copied!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজিম খানের ঈদ মোবারক! খান মাহাদী – নাজিম খান এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। গান, , স্টেজ শো- সহ সকল সঙ্গীত মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাইলেন নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজিম খান ‘ঈদ মোবারক’ শিরোনামে গানটিতে কথা ও সুর করেছেন আফজাল শরিফ সঙ্গীতে ছিলেন শিবলু মাহমুদ। আজ বুধবার সকাল ১২টায় তার নিজের ইউটিউব চ্যানেলে এন কে মিউজিকে গানটি প্রকাশ করবেন তিনি। ঈদ মোবারক গান প্রসঙ্গে নাজিম খান জানান, ভক্তদের অনুরোধেই গানটি গাওয়া। আশা করি, ভক্তদের ভালো লাগবে।’ নাজিম খান আরো জানান, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’ প্রসঙ্গত, কিছুদিন পরপরই বিভিন্ন গান নিয়ে হাজির হন নাজিম খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।