ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য

দেশে করোনায় মৃত্যু কম,বেড়েছে আক্রান্ত;

admin
July 5, 2022 10:20 pm
Link Copied!

ইয়ামিন ভূঁইয়া,ঢাকা

দেশে করোনা ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা কম।মৃত্যু হয়েছে  ৭জনের। একই সময়ে ১৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ১২ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪। গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাঁদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের। আর বাকি দুজন রাজশাহী ও ময়মনসিংহের। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮১ জনের। দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।