ঢাকাThursday , 30 June 2022
  • অন্যান্য

শিবগঞ্জে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায়- জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলায়-বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,শিবগঞ্জ জনাব মো: আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনাব মো: রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম; সম্মানিত মেয়র, শিবগঞ্জ পৌরসভা; সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ; ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা পরিষদ, শিবগঞ্জ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।