রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায়- জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলায়-বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,শিবগঞ্জ জনাব মো: আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনাব মো: রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম; সম্মানিত মেয়র, শিবগঞ্জ পৌরসভা; সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ; ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা পরিষদ, শিবগঞ্জ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা।
