নিজস্ব প্রতিবেদক -খান মাহাদী :
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রান কেন্দ্র থেকে বয়ে যাওয়া ভরপাশা ইউনিয়নের সাথে পাদ্রীশিবপুর ইউনিয়নের সংযোগ সড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে আনছার সড়কটি। জনগুরুত্বপূর্ণ এই আনছার সড়কে ৩০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তাটা দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইতুল ফালাহ ইসলামিক কমপ্লেক্স এর প্রায় ১ হাজার শিক্ষার্থীদের কাঁদা পানিতে হাঁটার কারণে জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কে ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠী,কানকি কৃষ্ণকাঠি, কৃষ্ণকাঠী সহ প্রায় ৫ টি গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়েছে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি কাঁদা পানিতে সয়লাব হয়ে গেছে। এখন সড়ক দিয়ে হাঁটাও ভীষণ কষ্টকর। জোয়ারের পানিতে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধের পথে। মেরামত করার যেন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, যুগের পর যুগ পেরিয়ে গেলেও এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। নির্বাচন এলে ভোটের জন্য জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তব রূপ ভিন্ন। নির্বাচন চলে যায় জনপ্রতিনিধিরাও আসে যায়। অথচ রাস্তাটির কয়েকটি স্থানে জোয়ারের পানিতে ভেঙ্গে গিয়ে খালের পরিণত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ একটি বাঁশের সাঁকো দিয়েও অসাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করেনি। এই রাস্তার বিষয় সংসদ সদস্য রতনা আমিন সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এলজিইডি অফিস উপজেলা প্রশাসন নীরব ভূমিকায়। কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, এই রাস্তা দিয়ে কোন যানবাহন চলে না। এইখানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন স্থান থেকে শিক্ষক-শিক্ষার্থীরা কাদামাটি পেরিয়ে বিদ্যালয় আসে। প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দ্রুত সড়ক মেরামত করে যানচলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সড়কের বিষয় জানতে চাইলে ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন জানান, সড়কটি চলাচল অনুপযোগী হয়েছে পরেছে। বিভিন্ন দপ্তরে কথা বলেছি। প্রচেষ্টা চালাচ্ছি সড়কটি সংস্কার করার জন্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
