এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার ভোমরা সীমান্তের ভারতের ঘোজাডাঙায় অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ভলিবল প্রতিযোগিতা। এতে বিজিবির৩৩ ব্যাটালিয়ন ২-০ সেটে বিএসএফ এর ১৫৩ ব্যাটালিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার দুপুরে সীমান্তের মেইর পিলার-৩ এর বিপরীতে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ঘোজাডাঙায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আ লিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, খুলনার সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ ও বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ সহ কর্মকর্তারা। অপরদিকে ভারতের বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইপিএস আইজি ড. অতুল ফুলজুরি, ডিআইজি শ্রী এসএস গুলিরিয়া ও কোলকাতার সেক্টর কমান্ডার শ্রী রাজেস কুমার প্রমুখ। ভলিবল প্রতিযোগিতায় বিজিবির ১২ জন ও বিএসএফ এর ১২ জন খেলোয়াড় অংশগ্রহন করে।
