ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য

বাফুফে স্কুল ফুটবলের চ্যাম্পিয়নশীপ ২০২২’এ চূড়ান্ত পর্ব শুরু পল্টন ময়দানে

Link Copied!

মনা, যশোর জেলার প্রতিনিধিঃ

স্কুল ফুটবলে যশোর বেনাপোল মাধ্যমিক স্কুলের গোলোৎসব। আট দল নিয়ে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে পল্টন ময়দানে। গতকাল প্রথম ম্যাচে মাগুরা জিলা স্কুল ১-০ গোলে ময়মনসিংহ জিলা ফুটবল দলকে হারিয়েছে, অন্য ম্যাচে যশোর বেনাপোল মাধ্যমিক স্কুল ৩-১ গোলে হবিগঞ্জের আলী ইদ্রিস হাই স্কুলকে হারিয়েছে। এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পল্টন ময়দানে কোনো অবকাঠামো না গড়ার আশ্বাস দিয়েছেন, ‘পল্টন ময়দান যেমন আছে তেমনই থাকবে। এখানে বাইরের ছেলেপুলেরা এসে খেলতে পারে, সেটা কখনো বন্ধ করা যাবে না। সবার জন্য একটা খেলার জায়গা রাখতে হবে। এ ছাড়া বিভিন্ন ফেডারেশনও এটা ব্যবহার করে। তবে খেলোয়াড়দের জন্য এখানে ড্রেসিংরুমের দাবি উঠেছে, সেটা আমি জেনে গেলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।