✍️ খান মাহাদী
-দেখছি চোখে শুনছি কানে
-ভাসছে বানে দেশ।
-দিবারাত্রি বিলাপ শুনি
-কাটে না তার রেশ।
-ভাসছে বাড়ি ভাসছে পশু
-মরছে নরনারী,
-দুধের জন্যে করছে শিশু
-শুধুই আহাজারি।
-কোথায় আছো বিত্তবানে
-কোথায় দলপতি,
-অনাহারীর পার্শ্বে এসে
-করো একটা গতি।
-সাগর নদী পুকুর খালে
-অথৈ পানি হাসে,
-মাছচাষীরা সব হারিয়ে
-থাকছে উপবাসে।
-কোথায় আছো ঘুষের রাজা
-লাঘব করো পাপ,
-অসহায়কে খাবার দিলে
-পেতেও পারো মাফ।
-কোথায় আছো আমলা নেতা-
-কোথায় কোটিপতি,
-অল্প কিছু দান করিলে
-হবে কী এমন ক্ষতি?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
