পদ্মা সেতু করছে উজ্জল বাংলাদেশের মুখ!
খান মাহাদী
পদ্মা পাড়ের মানুষ আমি-
পদ্মা পাড়েই থাকি,
পদ্মা নদীর কত স্মৃতি- মনের মধ্যে রাখি।
পদ্মা অনেক বড় ছিল- ছিল কত ঢেউ,
এপাড় ওপাড় দিবে পাড়ি – সাহস করছে কেউ?
স্বপ্ন ছিল সেতু হইবে- সেই পদ্মার মাঝে,
সত্যি সেতু দাঁড়িয়ে গেছে- অন্য রকম সাঁজে।।
সা-সা করে চলবে গাড়ী- চাঁদের জোসনা রাতে।
জানলা দিয়ে থাকবো চেয়ে- ঢেউ গোনা যায় যাতে।।
পদ্মা সেতু হইবে চালু- পঁচিশ তারিখ – জুনে,
কত ভাল লাগছে মনে- এই কথাটা শুনে।
পাঁচ মিনিটে দিব পাড়ী- মনে কত সুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
