খান মাহাদী –
নাজিম খান এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। গান, , স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। এবার ‘পদ্মা সেতু’ নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজিম খান বিশ্বজুড়ে পদ্মা সেতু বাংলার ইতিহাস নামে গানটিতে কথা ও সুর করেছেন আফজাল শরিফ সঙ্গীতে ছিলেন শিবলু মাহমুদ। রোববার (১৯ জুন) মাওয়া এলাকায় গানটির ভিডিওচিত্রের শুটিং করছেন নাজিম খান । বুধবার সকাল ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে এন কে মাল্টিমিডিয়া গানটি প্রকাশ করবেন তিনি। ‘পদ্মা সেতু’ নিয়ে গান প্রসঙ্গে নাজিম খান জানান, ‘পদ্মা সেতু নিয়ে গানের কোনো প্ল্যান ছিল না। ভক্তদের অনুরোধেই গানটি গাওয়া। আশা করি, ভক্তদের ভালো লাগবে।’ মাওয়া এলাকায় শুটিং করাকালীন নাজিম খান জানান, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’ প্রসঙ্গত, কিছুদিন পরপরই বিভিন্ন গান নিয়ে হাজির হন নাজিম খান।
