ঢাকাWednesday , 15 June 2022
  • অন্যান্য

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ বিক্ষোভ।

Link Copied!

 

মোঃ সাব্বির হোসেন, বগুড়া প্রতিনিধি।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ১০:০০টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর গেটে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দ।

এ সময়ে বক্তারা বলেন,
আপনারা আমাদের মসজিদ ভাঙ্গবেন। আমরা আবার সেটা ঠিক করে নিবো। আপনারা আমাদের গালি দেন চুপ করে থাকবো। কিন্তু আপনারা ইসলাম আর আমার নবীকে নিয়ে কথা বললে আমরা চুপ থাকব না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ ।

এছাড়াও বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সেই সাথে সারাদেশের মুসলমানদের অনুরোধ করব যাতে ভারতের সকল ধরনের পণ্য তারা বর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।