জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জুন) এনএম উচ্চ বিদ্যালয় মাঠ হতে ওলামা পরিষদের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যন্ড এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ ওলামা পরিষদের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহ জালাল, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সায়ুম সহ সাধারণ জনগণ।
এসময় বক্তারা ভারতের বিজেপি মূখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের দৃষ্টান্তর মূলক শাস্তির দাবী জানান।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন বাস টার্মিনাল দারুস সুন্নাত মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ।
