ঢাকাMonday , 29 September 2025
  • অন্যান্য

শোলাকুড়ী ইউনিয়নে আদিবাসীদের সাথে মতবিনিময় করলেন এডভোকেট মোহাম্মদ আলী

Link Copied!

 

জুয়েল রানা মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী শোলাকুড়ী ইউনিয়নের জয়না গাছা এলাকায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৮সেপ্টেম্বর)বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ আলী আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা, সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “আদিবাসীরা বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি সবসময়ই আদিবাসী জনগোষ্ঠীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

তিনি আরও আশ্বাস দেন যে, আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও কর্মসংস্থানের ন্যায্য দাবির বিষয়ে তিনি দলীয় পর্যায়ে জোরালো ভূমিকা রাখবেন।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে অংশ নেওয়া আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।