জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী শোলাকুড়ী ইউনিয়নের জয়না গাছা এলাকায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২৮সেপ্টেম্বর)বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ আলী আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা, সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “আদিবাসীরা বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি সবসময়ই আদিবাসী জনগোষ্ঠীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
তিনি আরও আশ্বাস দেন যে, আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও কর্মসংস্থানের ন্যায্য দাবির বিষয়ে তিনি দলীয় পর্যায়ে জোরালো ভূমিকা রাখবেন।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে অংশ নেওয়া আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান।
