ঢাকাSaturday , 27 September 2025
  • অন্যান্য

 

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ অসহায় গৃহহীন মোঃ জয়নাল উদ্দিনকে(জয়েন) নতুন ঘর উপহার দিয়েছেন।

কর্নেল আজাদ দীর্ঘদিন ধরেই স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। চিকিৎসা, শিক্ষা, বিয়ে-শাদি, খেলাধুলা ও নানা সামাজিক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) মধুপুর উপজেলার ১ নং কুড়ালিয়া ইউনিয়নের দরিহাতিল গ্রামের গৃহহীন জয়েন উদ্দিনের (৪৫) জন্য নিজ উদ্যোগে নতুন গৃহ নির্মাণ করেন তিনি। জয়েন উদ্দিনের ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। পরিবার নিয়ে তিনি পলিথিন মোড়ানো ছোট্ট ছাপড়ি ঘরে কষ্টে দিনাতিপাত করছিলেন।

নতুন গৃহ পেয়ে আবেগাপ্লুত জয়েন উদ্দিন বলেন,
আগে আমার ঘর বসবাসের অনুপযোগী ছিল। অল্প বৃষ্টিতেই পানি জমে যেতো। কর্নেল আজাদ আমাকে নতুন ঘর দিয়েছেন। এখন আমি পরিবার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবো

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।